প্রশ্ন : আসসালামু আলাইকুম।১। তালি দেওয়া জায়েয আছে কি? ২। সহবাসের ফজীলত সম্পর্কে একটু বলবেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, নাজায়েয। কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩; কিফায়াতুল মুফতী ৯/১১৬
২। নিজেকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে বা স্ত্রীর হক আদায় করার জন্য স্ত্রীর নিকট গমন করা ছাওয়াবের কাজ। বরং হাদীস শরীফে এটাকেও সদকাহ বলা হয়েছে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫২৪৫

Loading