প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। মুহতারাম আমি আপনার একজন নিয়মিত পাঠক ও শুভাকাঙ্খী। হযরত কুরবানী, আকীকা ইত্যাদি ইসলামী হুকুম আদায়ের জন্য গত শুক্রবার দুটি বাচ্চাসহ একটি ছাগল ক্রয় করেছি। এখন আমার বর্তমান নিয়ত হচ্ছে এগুলো কুরবানীর সময় কুরবানী এবং আকীকার সময় আকীকা দিবো। এখন যদি এই নিয়ত করি যে, কুরবানী-আকীকার পাশাপাশি যদি ছাগল বাচ্চা হওয়ার দ্বারা বৃদ্ধি পায় তবে তা বিক্রয়ও করবো তাহলে কি তা যাকাতের সম্পদের মধ্যে ধরতে হবে? ২। যেহেতু নতুন ছাগল পালন শুরু করেছি তাই এর পেশাব-পায়খানার কি হুকুম তা জানালে কৃতজ্ঞ হবো। অথাৎ শরীরে বা কাপড়ে যদি লাগে তবে কতটুকু মাফ ইত্যাদি ইত্যাদি। জাযাকাল্লাহু খাইরন। আল্লাহ তাআলা আপনার এই অত্যান্ত মূল্যবান খেদমতকে কবুল করুন। আমীন।।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, তার যাকাত দিতে হবে না
২। যদি ছাগলের পেশাব এক দেরহাম (গোলকৃত ভাবে একটা কাঁচা টাকা অর্থাৎ হাতের তালুর নীচ স্থান পরিমানের সমান) পর্যন্ত শরীর বা কাপড়ে লাগে তবে মাফ। মাফের অর্থ হল স্বেচ্ছায় বা বিনা ওযরে এ পরিমান সহ নামায আদায় করলে মাকরূহের সাথে নামায আদায় হবে। আর এক দিরহামের চেয়ে বেশি লাগলে তা নিয়ে নামায পড়লে নামায হবে না।–আদ্দুররুল মুখতার ৩১৬; আল বাহরুর রায়েক ১/১২৫