প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেসাওয়াক করে জামাআতে নামায পড়েছি। নামাযের মধ্যে গলা দিয়ে মেসাওয়াকের একটি শলা পেটে চলে গেল এমন বুঝতে পারলাম। নামাযে থাকায় বেশি একটা গলা কাশ দিতে পারিনি এবং বেরও করতে পারিনি । রোযা ঠিক আছে নাকি কাযা আদায় করতে হবে? উল্লেখ্য আমার মাঝে মধ্যেই এমন হয়। মেসওয়াকের পর ভালো করে কুলি করলেও অনেক সময় অনিচ্ছাকৃত কিছু আশ মুখের কোনা-কানচিতে থেকে যায়। যেটা পরে অনেক বিরক্ত করে। তাই সময় কম থাকলে অনেক সময় মেসওয়াক করা থেকেও বিরত থাকি। এর সঠিক সমাধান আশা করছি। জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
না, অনিচ্ছাকৃত মিসওয়াকের আঁশ পেটে চলে গেলে রোযা নষ্ট হবে না এবং রোযা ক্বাযাও করতে হবে না। ভবিষ্যতে মিসওয়াক করে ভালোভাবে কুলি করে নিবেন এবং জিহ্বা দিয়ে কোন আঁশ থাকলে বের করে ফেলবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/২০৮; আহসানুল ফাতাওয়া ৪/৪৪৫

Loading