প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। যদি কোন কারণে স্বামী স্ত্রী একত্রে জামাআতে নামায পড়ে তাহলে স্ত্রী স্বামীর থেকে কতটুকু পিছনে দাঁড়াবে? ২। আর যদি স্বামীর কোন ভুল (কিরাআত, তাশাহহুদে না বসা, অতিরিক্ত রাকাআত করা ইত্যাদি) হয় তাহলে তার জন্য লোকমা দিতে পারবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। স্ত্রী সম্পূর্ণ পিছনের কাতারে দাঁড়াবে। উল্লেখ্য যে, বিনা ওযরে জামাআত তরক করা জায়েয নয়।–রদ্দুল মুহতার ১/৫৬৬
২। হ্যাঁ, দিতে পারবে তবে মুখ দ্বারা নয়। বরং কোন এক হাতের আঙ্গুলের পিঠ দ্বারা অপর হাতের তালুর সাথে তালি দিবে।–সহীহুল বুখারী, হাদীস নং ১২০৩; উমদাতুল কারী ৬/৩৭২ (শামেলা)

Loading