প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার বয়স ১৭। অনেক দিন ধরে অনেক দুশ্চিন্তায় আছি। যখন নামায পড়ি তখন মনে হয় আমার পায়ের নিচে বই এবং এটা সরানোর চেষ্টা করে একধরনের দুশ্চিন্তার সৃষ্টি হয়। এটাই মনের মধ্যে আসতে থাকে সবসময়। ষখন বাসা থেকে বের হয় অন্য কারো পায়ের দিকে তাকালে এটা মনে হয় এবং অনেক কষ্ট হয়। ঘুমের সময়ও মনে হয় আমার পায়ের নিচে কিছু আছে সাথে সাথে একধরনের কষ্ট হয় এবং টেনশন দুশ্চিন্তা গ্রাস করে ফেলে মনের ভিতর। আমার প্রশ্ন হচ্ছে এটা কী মানসিক কোনো সমস্যা নাকি শয়তানের ওয়াসওয়াসার রোগ? ওয়াসওয়াসা রোগ হলে এথেকে বের হবো কিভাবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ওয়াসওয়াসাও হতে পারে। সেক্ষেত্রে এর চিকিৎসা হল আপনি কখনো এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। এটাকে গুরুত্ব দিতে থাকলে আপনি ভয়াবহ বিপদে পড়তে পারেন। আর মনে যখনি ঐ চিন্তা আসবে তার প্রতি ভ্রুক্ষেপ না করে বেশি বেশি أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়বেন। ইংশাআল্লাহ তা দূর হয়ে যাবে।
নিম্নোক্ত লিঙ্কগুলো থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1212
http://muftihusain.com/ask-me-details/?poId=1181
http://muftihusain.com/ask-me-details/?poId=1492
http://muftihusain.com/ask-me-details/?poId=680