প্রশ্ন : আসসালামু আলাইকুম, পুরুষ অথবা নারী বিয়ের উপযুক্ত হবার পর সামর্থ্য থাকার পরও যদি সারা জীবন যিনাহীন বা যিনাযুক্ত অবিবাহিত থাকে, তাহলে কি গুনাহ হবে? যদি গুনাহ হয়, উহা কি প্রকারের গুনাহ হবে? পুরুষ ও নারী আলাদা করে জানতে চাই।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
যদি কোন ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে এবং বিবাহ না করলে যিনার আশংকা হয় তবে তার জন্য বিবাহ করা ফরজ। এমতাবস্থায় বিবাহের সামর্থ্য না থাকলে সে লাগাতার রোযা রাখবে। আর যিনার আশংকা না হলে এবং যৌনাকাঙ্ক্ষা তীব্রতর হলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। স্বাভাবিক অবস্থায় বিবাহ করা তাকীদপূর্ণ সুন্নাত।-মিরাকাতুল মাফাতীহ, ১০/৩২ (শামেলা)
সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ না করলে তার জন্য হাদীস শরীফে ধমকি এসেছে। এক্ষেত্রে পুরুষ মহিলা বরাবর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني
অর্থঃ বিবাহ আমার সুন্নাত। আর যে আমার সুন্নাতের উপর আমল করবে না, সে আমার দলভুক্ত নয়।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৪৮৬