প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর আমার স্ত্রীর কাবিনে দেন মহর ৩০০০০০/- টাকা এবং ৫০০০০/- টাকা উসুল আছে। আমার পক্ষে ২৫০০০০/- টাকা দেয়া সম্ভব না। আমার জন্য করণিয় কি? যদি এই অবস্থা আমি বা আমার স্ত্রী মারা যাই তবে তা পরিশোধের কোন ব্যবস্থা থাকবে কি? বিষয়টি নিয়ে খুব পেরেশানীতে আছি। এক হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম। সে বললো আমাদের দেশে যেহেতু পরিশোধের নিয়ম নেই তাই কোন সমস্যা হবে না। তার কথা কি ঠিক? কিন্তু আমার কাছে তার উত্তর পছন্দনীয় হয়নি তাই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। আপনি যে ফয়সালা দিবেন সেটা যদি সামর্থ্যের মধ্যে হয় তবে অবশ্যই মেনে নিবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উক্ত লোকের কথা ঠিক নয়। বাকী টাকা আপনাকে ধীরে ধীরে আদায় করতে হবে। আর আপনার স্ত্রী যদি সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে তা মফ করে দেন তবেও আপনি পরিত্রান পেয়ে যাবেন। আর উক্ত ঋণ রেখে আপনি মারা গেলে আপনার ওয়ারিশগণ যদি তা আদায় করে দেন তবে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর আপনার স্ত্রী মারা গেলে আপনি তার ওয়ারিশগণের নিকট পৌঁছিয়ে দিবেন।
এ বিষয়ে আরো জানতে নিম্নোক্ত লিঙ্কটি ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1743

Loading