প্রশ্ন : যদি কোন ব্যাক্তির কিছু ক্বাযা রোযা থাকে এবং সে শবে বরাতের, আশুরার, ৯ই জিলহাজ্জ্বের রোযা রাখার সময় নিয়ত করে যে আমি আমার জীবনের প্রথম কাযা আদায় করছি তবে তা আদায় হবে কি? এই নিয়তের কারণে যদি ক্বাযা আদায় হয় তবে এই সকল নফল রোযার ছাওায়াব আলাদা ভাবে পাওয়া যাবে কি? নাকি শুধু কাযা আদায়ের ছাওায়াব পাবো। বিশেষ করে ৯ই জিলহাজ্জ্বের ব্যাপারে যে ২ বছর গোনাহ মাফের ফজীলাত আছে সেটা পাবো কি? জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ক্বাযা ও নফল কোন রোযা একসাথে নিয়ত করলে ক্বাযা আদায় হবে। নফল আদায় হবে না এবং তার ছাওয়াবও পাওয়া যাবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৭; আহসানুল ফাতাওয়া ৪/৪৩০

Loading