প্রশ্ন : আসসালামু আলাইকুম একজন অপরিচিত লোক দোকানে কাজ করতে আসে, কাজ শেষে খুশি হয়ে কিছু টাকা দিয়ে যায়। কিন্তু আমার মনে কেমন যেন সন্দেহ হচ্ছে টাকা হালাল না হারাম। এখন এই টাকা কি নিজে ব্যবহার করবো নাকি গরীবকে দান করে দিবো (তাকওয়ার দাবী কি)?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কাজটি বৈধ হলে আপনি নিজে তা ব্যবহার করতে পারবেন।–শুআবুল ঈমান, হাদীস নং ৫৮০১; মিরকাতুল মাফাতীহ ৬/৩৭৭