প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার বাড়ী টাংগাইল, আমি ঢাকায় চাকরি করি, প্রতি বৃহ:বার টাংগাইল যাই, রবিবার ভোরে আসি, ৪ দিন ঢাকা থাকি ৩ দিন টাংগাইল থাকি। ঢাকা থেকে টাংগাইল ৯০ কিমি: বা ৫৫ মাইল প্রায়। এখন কোথায় কসর পড়তে হবে বা পড়তে হবে না? দয়া করে জনাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
আপনি যদি ঢাকায় কখনো কমপক্ষে টানা পনের দিন থাকেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় আসবাবপত্র থাকে তবে ঢাকা আপনার ওয়াতনে ইকামাত হবে। পরবর্তীতে সেখানে এক মিনিটের জন্য গেলেও আপনি পূরা নামায পড়বেন। অন্যথায় (যদি ঢাকায় কখনো কমপক্ষে টানা পনের দিন না থেকে থাকেন তবে) ঢাকায় কসর করবেন। আর টাংগাইলে পূরো নামায পড়বেন এবং ঢাকা-টাংগাইল সফরে কসর করবেন।- ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯; আল বাহরুর রায়েক ৪/৩৪১; বাদায়েউস সানায়ে ১/১০৪; আদ্দুররুল মুখতার ২/৬১৪ (যাকারিয়া)।