প্রশ্ন : ১। কোরবানীর পশুর চামড়ার টাকা দিয়ে গরীব দু:খীদের সহযোগীতা করার জন্য ফান্ড তৈরী করা জায়েয আছে কি? ২। এবং কখনো কখনো এমনও হয় যে, উক্ত ফান্ড এর টাকা ২/৩ বছরেও খরচ করা হয় না, বিধায় কিছু লোক বলেন এই ফান্ড না রাখা হোক এবং অপর এক দল বলেন এই ফান্ড বলবত রাখা হোক এবং এ নিয়ে এক প্রকার ঝগড়ার উপক্রম সুতরাং এমতাবস্থায় কি হুকুম হবে? স্ববিস্তারে জানালে খুশি হবো।
উত্তর :১+২। যদি যোগ্য উলামাদের তত্ত্বাবধায়নে এমনটি করা হয় এবং তা উপযুক্ত খাতে দ্রুত খরচ করা হয় তবে হতে পারে।তবে প্রশ্নে যে অবস্থা (উক্ত ফান্ড এর টাকা ২/৩ বছরেও খরচ করা হয় না) উল্লেখ করা হয়েছে তাতে এমন ফান্ড করাতে কোন কল্যাণ নেই।বরং এর টাকা ভিন্ন খাতে ব্যবহারের আশংকা রয়েছে এবং গরীবের হক নষ্ট হচ্ছে।–সূরা তাওবা, আয়াত ৬০; রদ্দুল মুহতার ৬/৩২৮