প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমি আর গুনাহ করবো না বলে আল্লাহর কাছে কসম করি কিন্তু তা ভঙ্গ করি। তাও একবার দুইবার নয় বরং ছয়-সাতবার। এখন কাফ্ফারাও কি ছয়-সাতবার আদায় করা লাগবে ? নাকি শুধু তওবাহ করলেই হবে ? ২। কাফ্ফারার জন্য দুই বেলা মিসকিন কে খাওয়াতে হবে, কিন্তু খাওয়ানোর বদলে আমি টাকা দিয়ে দিতে চাই, দুই বেলা খাবারের জন্য কত টাকা দিবো ? ৩। আর যদি আমি একটি কাফ্ফারার জন্য ৩টি করে রোযা রাখি তাহলে কি আদায় হবে ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। একটি কাফফারাহ আদায় করতে হবে।
২। দশ জন মিসকিনকে (প্রত্যেককে) পৌনে দুই কেজি আটার বাজারদর দিতে হবে।
৩। মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য থাকলে রোযা রাখার দ্বারা কাফফারাহ আদায় হবে না।-সূরা মায়েদাহ, আয়াত ৮৯; আদ্দুররুল মুখতার ৩/৭২৫,৭২৭।