প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি জানি যে, তাহাজ্জুদ নামাযের সময় উচ্চস্বরে কিরাআত পড়তে হয়। সেক্ষেত্রে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, রুকুর তাসবীহ, সিজদার তাসবীহ, তাশাহহুদ, দুরূদ শরীফ ও দুআয়ে মাছূরাও কি উচ্চস্বরে পড়তে হয় ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, এগুলো আস্তে পড়তে হবে। আর তাহাজ্জুদের নামাযে কিরাআত উচ্চস্বরে পড়া জরুরী নয়। নিম্নস্বরে বা উচ্চস্বরে উভয় অবস্থাতেই জায়েয।–হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৬১৮।

Loading