প্রশ্ন : সর্বনিন্ম কত টাকা থাকলে যাকাত দিতে হয়? আমার সোনা আছে ৫ ভরি। ব্যাংক এ টাকা জমা আছে ২ লাখ। আর ডিপিএস এ জমা হয়েছে ২ লাখ। আমার কত টাকা যাকাত দিতে হবে?

উত্তর :

সাড়ে বায়ান্ন ভরি রূপার বাজারদর পরিমান যাকাতযোগ্য সম্পদ(সোনা,রুপা,নগদ টাকা ও ব্যবসার কাঁচামাল)কারো নিকট থাকলে বছরান্তে তার উপর যাকাত ফরজ হয়।

আপনার চার লাখ টাকার জন্য দশ হাজার এবং উক্ত পাঁচ ভরি সোনা বাজারে বিক্রি করতে গেলে যে দর পাবেন তার আড়াই পার্সেন্ট হিসাব করে যাকাত আদায় করবেন।-মাজমাউল আনহুর ১/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; রদ্দুল মুহতার ২/৩০০।

Loading