প্রশ্ন : প্রবাসীরা কি মুসাফিরের অন্তর্ভূক্ত হবে?
উত্তর :প্রবাসী ব্যক্তি যদি কোন একটি শহরে বা গ্রামে টানা ১৫ দিন বা তার বেশী থাকার নিয়ত করেন তবে তিনি সেখানে মুকীম গণ্য হবেন এবং পূরো নামায পড়তে থাকবেন। অতঃপর যখন তিনি উক্ত স্থানে কমপক্ষে ১৫ দিন থাকবেন তখন তা তার জন্য ওয়াতনে ইকামাত হিসেবে গণ্য হবে। সেখানে তিনি পূরো নামায পড়বেন। সেখানে তার সামানপত্র যতদিন থাকবে ততদিন তিনি মুকীম গণ্য হবেন যদিও উক্ত স্থান থেকে চলে গিয়ে সামান্য সময়ের জন্য তিনি সেখানে প্রবেশ করেন। তবে তার সামানপত্র সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে কমপক্ষে ১৫ থাকার নিয়ত ব্যতীত তিনি উক্ত স্থনে মুকীম গন্য হবেন না। আর যদি কোন শহরে বা গ্রামে কখনো ১৫ দিন থাকার নিয়ত না করেন বরং ৮/১০ দিন (১৫ দিনের কম) করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকেন তবে তিনি কসর করতে থাকবেন। টানা ১৫ দিন থাকার নিয়ত ব্যতীত মুকীম গন্য হবে না।–আল বাহরুর রায়েক ৪/৩৪১; বাদায়েউস সানায়ে ১/১০৪; মারাকিল ফালাহ ১/১৮৭; আহসানুল ফাতাওয়া ৪/১০৮-১১২।
আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে নিম্নোক্ত লিঙ্কটি ভিজিট করতে পারেন।
http://muftihusain.com/article/%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80/