প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন হলো: (১) নফল নামাজ নিয়ত পদ্ধতি কেমন হওয়া চাই? আমি কি এভাবে সালাত আদায় করতে পারবো যেমন আজকে এক সাবজেক্ট পরীক্ষা দিলাম,দেওয়া শেষে দুই রাকাত নামাজ ঠিকমত দিতে পারা আর এই সাবজেক্টে ভালো ফলাফলের আশায় নামাজ পড়তে পারবো কিনা? (২) হযরত নফল নামাজে এভাবে জায়েজ কি যে, দুই রাকাত নামাজ পড়বো এভাবে যে, নিয়ত একসাথে দুই টা যেমন আমার আম্মুর ও আব্বুর ভালোর জন্য এমনিভাবে যে কারো জন্য যে কোনো কাজের উদ্দেশ্যে দুই টা বা ততোধিক নিয়ত করে অন্তরে? নাকি একটা কাজের জন্য একটা নিয়তে দুই রাকাত পড়ে আবার আর একটা কাজের ক্ষেত্রে নতুন আবার আর ও দুই রাকাত করে? কিভাবে পড়বো? (৩) আর একটা প্রশ্ন হযরত আমার নিজের হালাল একটা চাকরীর জন্য না পাওয়া অবধি প্রায় দুই রাকাত করে নফল সালাত নিয়ত করে পড়তে পারবো কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

(১) হ্যাঁ,পারবেন। দুনিয়াবী যে কোন বৈধ বিষয়ের কামিয়াবীর জন্য বা বিপদ থেকে উদ্ধারের জন্য নফল নামায পড়ে দুআ করা হাদীস দ্বারা প্রমাণিত।– সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৩৮৫; এলাউস সুনান ৭/৪০।

(২) হ্যাঁ, একই নফল নামাযে একাধিক উদ্দেশ্য করা যায়।–আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু ১/১৮৫,১৮৬।

(৩) হ্যাঁ, পারবেন।- সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৩৮৫; এলাউস সুনান ৭/৪০।

Loading