প্রশ্ন : একজন লোক সরকারী বা বেসরকারি ( সুদি ব্যাংকে বাদে) চাকুরি করে, নির্ধিারিত নিয়মে বেতন পাই,আবার ঘুষও খায়, এখন এই ব্যাক্তি হজ্জ,কুরবানি বা যত আমল করবে তার আমর কবুল হবে?

উত্তর :

হারাম মাল দ্বারা করলে আল্লাহ তাআলা কবূল করবেন না। আর যদি ঘুষের টাকা ছাড়া অন্য হালাল মাল দ্বারা করে তবে কবূল হওয়ার অন্য কোন বাধা না থাকলে আল্লাহ তাআলা কবূল করবেন ইনশাআল্লাহ্‌।এক্ষেত্রে তার ভিন্নভাবে ঘুষের নেওয়ার গোনাহ হবে।
উল্লেখ্য যে, ঘুষ দেওয়া ও নেওয়া মারাত্মক গোনাহের কাজ।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম উভয়কে লানত দিয়েছেন। – সুনানে আবু দাউদ,হাদীস নং ৩৫৮২; আদ্দুররুল মুখতার ৬/৩২৬

Loading