প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম,আমার এক পরিচিত, এক হিন্দু ছাত্রকে বাসায় গিয়ে প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়ানোর সময় নাস্তা হিসেবে বাসায় তৈরী খাবার খেতে দেয়।মাঝে মাঝে দোকান থেকে কিনে আনা খাবার অথবা ফল খেতে দেয়।এমনকি বক্সে করে খাবার অথবা ফল সাথে দিয়ে দেয়। এ অবস্থায় এই খাবার খাওয়ার ব্যাপারে হুকুম কি? উল্লেখ্য যে, পরিবারের আয়ের উৎস জানা নেই।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম,
বিধর্মীদের হাতের পাকানো বা ক্রয়কৃত সব ধরনের হালাল খাবার খাওয়া ও পান করা জায়েয। এক্ষেত্রে শর্ত হল রান্নার বা খাবার পাত্র পাক-পবিত্র হতে হবে। তবে তাদের খাবার খেলে অন্তরে এর কিছুটা প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। তাই একান্ত প্রয়োজন ব্যতীত তাদের খাবার থেকে বিরত থাকা উচিত।–মুসনাদে আহমাদ, হাদীস নং ১৩২৮৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৭; ইমদাদুল ফাতাওয়া ৪/১১৫

Loading