প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর কিছু কিছু হিন্দি বা বাংলা গান আছে যেগুলোতে শিরকী কথা আছে। এই গানগুলো কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি গেয়ে ফেলে তাহলে কি তার ঈমান চলে যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
কুফরী বা শিরকী কথা সম্বলিত গান গাওয়া অনেক বড় গোনাহের কাজ। বরং কুফরী কাজ। যা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা ও ইস্তেগফার করে নিবে। তবে মনে প্রানে বিশ্বাস না করে শুধু এগুলো গাইলে ঈমান যাবে না।-ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৮৬; রদ্দুল মুতার ১/১৯১; আল-বাহরুর রায়েক ৫/২১০

Loading