প্রশ্ন : ১। ডাইনিং টেবিলে বসে খাওয়া জায়েয কিনা? ২। নীচে বসতে অসুবিধে হলে ডাইনিং টেবিলে বসে খাওয়ার হুকুম কি?

উত্তর :

১+২। বিনা উযরে ডাইনিং টেবিলে বসে খাওয়া খিলাফে সুন্নাত। আর ইয়াহুদি নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বনে ডাইনিং টেবিলে খানা খাওয়া নাজায়েয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো চেয়ার টেবিলে খানা খাননি।
তবে শারীরিক সমস্যার কারণে কেউ নিচে বসতে না পারলে সেক্ষেত্রে খাট বা এজাতীয় কোন কিছুতে পা ঝুলিয়ে বসে খাটে খানা রেখে খাবে। অর্থাৎ তার বসা ও খানা রাখা একই লেভেলে হবে। আর চেয়ারে বসলেও পিছনের দিকে হেলান দিয়ে খানা খাবে না। বরং সামনের দিকে ঝুকে খানা খাবে।–জামে তিরমিজী, হাদীস নং ১৭৮৮; সহীহুল বুখারী, হাদীস নং ৫৩৯৮

Loading