প্রশ্ন : যদি কোন পুরুষের সাথে তার আপন বিবাহিত বোন/ বিবাহিত সৎ বোন/ভাবীর হঠাৎ স্পর্শ লাগার কারনে যদি শাহওয়াত চলে আসে। ১। তাহলে কি আপন বোন/সৎ বোনের বিবাহ তার স্বামীর সাথে ভেঙ্গে যাবে? ২। ভাবীর বিবাহ কি তার ভাইয়ের সাথে ভেঙ্গে যাবে? ৩। যার সাথে স্পর্শ লেগেছে তার সন্তান/নাতি/নাতনীর সাথে কি তার আপন বোন/সৎ বোন/ভাবীর/ভাইয়ের সন্তান/নাতি/নাতনীর বিবাহ জায়েয হবে?

উত্তর :

১+২। না।
৩। হ্যাঁ, জায়েয হবে।
সূত্রসমূহঃ এলাউস সুনান-১১/১৩১,১৩২, রদ্দুল মুহতার-৩/৩১-৩৩

Loading