প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুদি দোকান বা অন্য যে কোন বিক্রয়তে বাকী দেয়া সুন্নাত নাকি না দেয়া সুন্নাত?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, অসচ্ছল ব্যক্তিকে বাকি দেওয়া বা মূল্য হ্রাস করা সুন্নাত এবং অনেক বড় ছাওয়াবের কাজ। হাদীস শরীফে আছে-
كان رجل يداين الناس فكان يقول لفتاه إذا أتيت معسرا فتجاوز عنه لعل الله يتجاوز عنا. فلقى الله فتجاوز عنه
অর্থঃ এক ব্যক্তি মানুষকে ঋণ দিত (বা বাকিতে পণ্য দিত)। সে তার কর্মচারীকে বলে রেখেছিল, যদি কোন অসচ্ছল ব্যক্তিকে পাও তবে তাকে মাফ করে দিও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতঃপর সে আল্লাহ তাআলার নিকট গেলে (অর্থাৎ মৃত্যু বরণ করলে) আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন।- সহীহ মুসলিম, হাদীস নং ৪০৮১
অন্য হাদীসে আছে-
من أنظر معسرا أو وضع عنه أظله الله فى ظله
অর্থঃ যে ব্যক্তি কোন অসচ্ছল ব্যক্তিকে সুযোগ দিবে (অর্থাৎ বাকি দিবে) বা মূল্য হ্রাস করবে আল্লাহ তাআলা তাকে (কিয়ামতের ময়দানে) নিজের ছায়াতলে রাখবেন।–সহীহ মুসলিম, হাদীস নং ৭৭০৪