প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আজকের সেহরীর শেষ সময় ছিল ৪:১৯ ত যদি কেউ ভুলে ৪:২১ অথবা ২২ এ পানি খেয়ে নেয়, ৪:২১,২২ সেহরীর শেষ সময় মনে করে তাহলে কি তার রোযা হবে? ২। আর যদি রোযা না হয় ভেঙ্গে যায় তাহলে কি এটা আবার পরে রাখা লাগবে? ৪:১৯ ছিলো ইসলামী জিন্দেগী এপ্স এ। আবার নেট এ সার্চ দিয়ে এক জায়গায় দেখলাম ৪:২৪ শেষ সময়।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, সহীহ হবে। ইসলামী জিন্দেগী এপ্স এ সাহরীর শেষ সময়ে সতর্কতামূলক ৫ মিনিট কমিয়ে দেওয়া আছে।
২। তবে নফল রোযার ক্ষেত্রে কখনো যদি খেতে খেতে সাহরীর সময় পার হয়ে যায় তাহলে তা আর কাযা করতে হবে না। কিন্তু কখনো সহীহভাবে রোযার নিয়তের পর দিনে কোন কারণে রোযা ভেঙ্গে গেলে বা ভাঙলে তা পরবর্তীতে কাযা করতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; মারাকীল ফালাহ, পৃষ্ঠা নং ৬৭৫