প্রশ্ন : লেপ তোষকে পেশাব লাগলে পাক করার উপায় কি?
উত্তর :যদি লেপ তোষকে পেশাব লাগে আর তা নিংড়ানো না যায় তবে তিনবার ভালোকরে পানি প্রবাহিত করে ধৌত করতে হবে। আর প্রত্যেকবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিবে যাতে সমস্ত পানি ঝরে যায়। এভাবে মোট তিনবার পানি প্রবাহের দ্বারা ধৌত করলে তা পাক হয়ে হবে।
উল্লেখ্য যে, পেশাব শুকিয়ে যাওয়ার পর উক্ত নাপাক তোষকের উপর শয়ন করা কিংবা কোন কিছু বিছিয়ে তার উপর নামায পড়া জায়েয।–হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১