প্রশ্ন : সালাম দিয়ে শুরু করছি, ইমামের পিছনে সন্দেহ থাকলে কি করবো? জামাত পড়ার পর আবার একাকী নামায আদায় করবো কি? না অন্য মসজিদে গিয়ে ওই ওয়াক্তের নামায আদায় করবো জামাতের সাথে? মুরুব্বিরা বলে মসজিদ তৈরিতে চাঁদা তোলা হয় তাতে অনেক হারাম টাকা থাকলে আর ইমামের পিছনে মুক্তাদীর সন্দেহ থাকলে একা বাড়িতে নামায আদায় করে নাও। কি করবো দলীল সহকারে বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।

উত্তর :

ইমামের পিছনে কি কারণে সন্দেহ হয়? তা বিস্তারিত জানানোর পরেই আপনার উত্তর দেওয়া সম্ভব।
আর মুরব্বীদের উদ্ধৃতি দিয়ে আপনি যা উল্লেখ করেছেন তা সর্বাবস্থায় সহীহ নয়।

Loading