প্রশ্ন : কেকের ব্যবসা করা যাবে? জন্মদিন বা বিয়ে বার্ষিকী বা গায়ে হলুদের জন্য কেউ কেকের অর্ডার দিলে তার কাছে বিক্রি করা জায়েয আছে?

উত্তর :

হ্যাঁ, কেকের ব্যবসা জায়েয। তবে যে সকল দিবস বা অনুষ্ঠান পালন করা জায়েয নেই (যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, গায়ে হলুদ ইত্যাদি) সেগুলোর জন্য কেক বানিয়ে দেওয়া করা মাকরূহে তাহরীমী। –রদ্দুল মুহতার ৪/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ৪/৯৯; আল বাহরুর রায়েক ৫/২৪০

Loading