প্রশ্ন : মা বাবা ব্যাতীত অন্য কাউকে মা বাবা বলে ডাকা যাবে কি?

উত্তর :

কেউ যদি প্রকৃত মা বাবা বুঝানোর জন্যই (অর্থাৎ মাতৃত্ব ও পিতৃত্বের সম্পর্ক সম্পৃক্ত করার জন্য) অন্য কাউকে মা বাবা বলে ডেকে থাকে তবে তা নাজায়েয। হাদীস শরীফে এদের উপর লানত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
অর্থঃ যে ব্যক্তি অন্য কারো দিকে পিতৃত্ব সম্পৃক্ত করে অথচ সে জানে সে তার পিতা নয়, তার উপর জান্নাত হারাম।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫১১৫
তবে কেউ সম্পর্ক সম্পৃক্ত না করেই এমনিতে সন্মান প্রদর্শনের জন্য বা অন্য কোন কারণে কাউকে পিতা বা মাতা বলে থাকে তবে জায়েয। যেমন আমাদের দেশে শ্বশুর শাশুড়িকে সাধারনত পিতামাতা হিসেবে ডাকা হয় এটা বৈধ।

Loading