প্রশ্ন : আসসালামু আলাইকুম। প্রশ্ন ১। কাপড়ে নাপাকী লাগলে কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লাহ বলা কি জরুরী? যদি কেউ ভুলে বা না জানার কারণে বিসমিল্লাহ না বলে খুব ভালভাবেই কাপড়টি ধোয়, তাহলে কি সেই কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে? প্রশ্ন ২। বর্তমানে ফ্ল্যাট বাসার টয়লেট এবং গোসলখানা এক সাথে হয়। বাসার জামা কাপড়ও সেখানেই ধোয়া হয়। যদি কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় তাহলে কীভাবে বিসমিল্লাহ বলবে? পাশে তো টয়লেট। প্রশ্ন ৩। আন্ডারওয়্যারে নাপাকী লেগেছে। একটি কাঁচা টাকার চেয়ে কম। ইচ্ছা করলে টয়লেটে গিয়ে আন্ডারওয়্যার পরিবর্তন করা যায়। তবুও কেউ যদি আন্ডারওয়্যার পাল্টানো ঝামেলা মনে করে ওই আন্ডারওয়্যার নিয়েই সালাত আদায় করে তাহলে তার সালাত হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। বিসমিল্লাহ্‌ না বলে ভালোকরে তিনবার ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে এবং তা পরিধান করে নামায আদায় করাও সহীহ হবে। তবে কাপড় ধৌত করার পূর্বে বিসমিল্লাহ্‌ বলা মুস্তাহাব।
২। টয়লেট ও বাথরুম একসাথে থাকলে ভিতরে বিসমিল্লাহ্‌ বলা যাবে না। এক্ষেত্রে বাইরে থেকে বিসমিল্লাহ্‌ বলে ভিতরে ঢুকে কাপড় ধৌত করা যেতে পারে।
৩। তা নিয়ে নামায আদায় করলে নামায মাকরূহ হবে। এক্ষেত্রে আন্ডারওয়ার পরিবর্তন করেই নামায আদায় করবে।
সূত্রসমূহঃ আদ্দুররুল মুখতার ৩১৬; আল বাহরুর রায়েক ১/১২৫

Loading