প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। অনেক দিন আগে যদি কেউ আমার কাছে টাকা পায়। কিন্তু সে যদি জানে বা না জানে আমি যদি এই টাকাটা তাকে না জানিয়ে গোপনে তার বিকাশ বা কারো মাধ্যমে দিয়ে দিলাম কিন্তু আমার নাম বললাম না গোপনে দিলাম এভাবে দিলে কি ঋন পরিশোধ হয়ে যাবে? ২। আমি অন্যায় ভাবে অপরিচিত কাউকে গালি দিছি। এখন তো আমি তাকে চিনি না যে গিয়ে ক্ষমা নিব। এখন আমার করনীয় কী? কীভাবে আল্লাহর কাছে এই গুনাহ থেকে ক্ষমা পেতে পারি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। যদি কিছু না বলে গোপনে বিকাশ করেন তবে তিনি পেরেশানিতে পড়তে পারেন। কে টাকা পাঠাল? কোথা থেকে এল? পরে দেখা গেল কোন হদিস না পেয়ে টাকাটা তিনি সদকাহ করে দিলেন। তাই আপনি গোপনে না দিয়ে তাকে হাদিয়া বলে টাকাটা দিতে পারেন। এভাবে দিলেও ঋণ পরিশোধ হয়ে যাবে।
২। তার জন্য দুআ করবেন, ইস্তেগফার করবেন এবং তার নামে কিছু দান খয়রাতও করতে পারেন। আশা করা যায় তিনি কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন ইংশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবেন।