প্রশ্ন : আসসালামু আলাইকুম আমাদের বিয়ে ৩ বছর আগে হয়েছিল কোর্ট এ তা ও আমার ও আমার স্ত্রী এর বাবা মায়ের সম্মতির খেলাফ। আমরা স্ত্রী ও আমার বয়স তখন ২০-২১। কিন্তু আমাদের নিয়ে অনেক ঝামেলা হয়েছে দুই পরিবারে। অবশেষে আমার পরিবার তাদের কাছে গিয়েছে একবার সময় চেয়ে এবং পরে সম্বন্ধ নিয়ে। কিন্তু তারা রাজি হয়নি। কিন্তু আমার স্ত্রী রাজি ছিল। আর এই ঝামেলার সময় তার বাবা তাকে প্রায়ই বলত সে আমার কাছে চলে আসতে চাইলে যেন চলে আসে। তারপর ঐ ঝামেলার মধ্যেই একদিন বাহির হয়ে গিয়ে আমরা কোর্ট মেরিজ করি। কিন্তু তখন ইসলাম ও হাদীস সম্পর্কে ধারনা কম ছিল। পরে বিয়ের ২ বছর পর জানতে পারলাম রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদীস। যেখানে আয়েশা (রাঃ) বলেছেন যে ওয়ালি মানে পিতা ছাড়া বিয়ে বাতিল। তো তারপর থেকেই অনেক ভাবে অনেক বার চেষ্টা করেছি আমার স্ত্রীকে দিয়ে ও আমার বোনদের নিয়েও গিয়েছি। তারা যেন সব মেনে নেয় এবং আমাদের বিবাহ পুনরায় সম্পন্ন করে দেয়। তারা রাজি না। কারণ আমি ভালো কোন চাকরি বা ব্যবসা করি না। কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা ও সুযোগ এর অপেক্ষায় আছি যেন হালাল ভাবে, ভালো ইনকাম করতে পারি। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? আমাদের বিয়ে কি আদৌ পরিপূর্ণ বা শুদ্ধ হয়েছে? নাকি এখনও যেনাই করে যাচ্ছি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
বিবাহ সহীহ হয়েছে কিনা এটা জানার জন্য আপনাদের উভয়ের পারিবারিক স্ট্যাটাস জানাতে হবে। অর্থাৎ আপনাদের উভয় পরিবারের (অর্থাৎ আপনার ও উক্ত মেয়ের পিতামাতার) অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পেশাগত অবস্থা, সন্মানগত অবস্থা ইত্যাদি। পাশাপাশি আপনার নিজের (অর্থাৎ যখন বিবাহ করেছিলেন ঐ সময়ের) অর্থনৈতিক অবস্থাও জানাবেন। এগুলো জানার পরে আপনার প্রথম বিবাহের অবস্থা সম্পর্কে বলা যাবে।