প্রশ্ন : বাবা মায়ের সাথে বউ ছাড়া ছাড়ি নিয়ে আলোচনা করলে কি বউ তালাক হয়ে যায়? পারিবারিক সমস্যা নিয়ে মাকে বলেছিলামঃ বউকে তার বাবার বাড়িতে পাঠানোর জন্য, মা রাজি না হওয়াতে রাগ করে বলেছি আপনারা না দিলে আমি ছেড়ে দিবো। বউ এই কথা জানে না।
উত্তর :হ্যাঁ, বাবা মায়ের সামনে তালাক সংক্রান্ত আলোচনা করত তালাক দিলেও তালাক হয়ে যায়। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর সামনে তালাক দেওয়া জরুরী নয় বা সাক্ষী থাকা জরুরী নয়। তবে আপনি যদি প্রশ্নে বর্ণিত শুধুমাত্র এই অংশ “আপনারা না দিলে আমি ছেড়ে দিবো” বলে থাকেন এর দ্বারা কোন তালাক পতিত হয়নি।