প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। লিল্লাহ বোর্ডিং মানে কি? ২। মাদ্রাসায় যাকাত দেয়া যায় না বলে (যাকাত ও ফেতরা পাওয়ার আসায়) সব মাদ্রসাতেই এখন লিল্লাহ বোর্ডিং খুলছে এটা কি জায়েয?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১+২। লিল্লাহ বোর্ডিং দ্বারা উদ্দেশ্য হল যেখানে গরীব অসহায় ছাত্ররা খায়।

আসলে যাকাত নেওয়ার জন্য মাদরাসাগুলো লিল্লাহ বোর্ডিং খোলে না বরং মাদ্রাসায় গরীব ছাত্র থাকার কারণে লিল্লাহ বোর্ডিং খুলতে বাধ্য হয়। আমার জানা মতে এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না যেখানে গরীব ছাত্র নেই। তাই আপনার ধারনাটি সঠিক নয়। আর গরীব ছাত্র থাকলে তাদের ব্যয়ভার নির্বাহের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের যাকাত নিতে এবং জনসাধারণের যাকাত দিতে কোন অসুবিধা নেই।

Loading