প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু গুনাহ থেকে বেচে থাকার জন্য এক মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু সে এটা তার বাসায় জানাতে পারছে না। কারন জানালে অবস্থা করুন হবে। কিন্তু মেয়ের বাসা থেকে সবাই রাজী আছে। এক্ষেত্রে সে কি ১। বিয়ে করবে না জানিয়ে? ২। পরে যখন সময় হবে তখন কি জানিয়ে, ঐ মেয়েকেই আবার বিয়ে করার একটা নাটকের মত করতে পারবে? ৩। আর কুফু যে বিষয়টা এটি একটু বুঝিয়ে বলতেন যদি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। আমার পরামর্শ তো পরিবারকে ম্যানেজ করে তাদের মাধ্যমেই আগাবে। নতুবা ভবিষ্যতে তা কান্নার কারন হতে পারে। নিম্নোক্ত লিঙ্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=3192
২। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2371
৩। কুফু হল পারিবারিক স্ট্যাটাসের দিক দিয়ে ছেলে মেয়ের পরিবারের বরাবর বা তাদের চেয়ে ভালো হওয়া। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পেশাগত অবস্থা, সন্মানগত অবস্থা, দ্বীনদারী সর্বদিক দিয়ে ছেলে মেয়ের পিতার বরাবর বা তার চেয়ে উন্নত হওয়া।

Loading