প্রশ্ন : স্বামী স্ত্রী ঝগড়ায় কথা কাটাকাটিতে এক পর্যায়ে দুই তালাক দেয়ার পর স্বামী যদি বলে আরেকটা পরে হুজুর এনে উনার সামনে দেব পরে। এতে কি তিন তালাকি হবে। কিন্তু সাথেসাথে ভুল বুঝতে পেরে স্ত্রী কে গ্রহন করে এবং আল্লাহর কাছে তওবা করে যে আর কখনো এমন হবে না। তাহলে কি স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারবে? তারা কি একে অপরের জন্যে হালাল থাকবে?

উত্তর :

না, উক্ত কথার দ্বারা তৃতীয় তালাক পতিত হয়নি। তবে ভবিষ্যতে কখনো আর একটি তালাক দিলে আপনি তার জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অন্যত্র বিবাহ বসা ব্যতীত আপনি তার জন্য হালাল হবেন না।

Loading