প্রশ্ন : ১৷ মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিপেয়ারিং এর কাজ শিখা যাবে কি? আর কাজ শিখে তা দ্বারা আয় করলে তা কি হালাল হবে? ২৷ পাসপোর্ট বানানোর সময় পুলিশ ইনকুয়ারী করতে এসে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ঘুষ চায়। এই অবস্থায় করণীয় কি?
উত্তর :১। হ্যাঁ, মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিপেয়ারিং এর কাজ শিখা যাবে এবং তার আয়ও হালাল হবে।
২। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে তারা ঘুষ না পাওয়ায় ভুল রিপোর্ট করে থাকে। তাই যদি ঘুষ না দেওয়ার কারণে উক্ত কাজটি সিদ্ধ না হয় তবে সেক্ষেত্রে অপারগতাবশত নারাজীর সাথে ঘুষ দেওয়ার অনুমতি রয়েছে। তবে ঘুষ খাওয়া সর্বাবস্থায় হারাম।–সূরা আনআম, আয়াত নং ১৪৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৫৮২