প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর, ১। Web developing করার ক্ষেত্রে বায়াররা যদি কোনো প্রানীর ছবি ব্যবহার করতে বলে এতে যদি আমি সেভাবে তাদের সাইটটি ক্রিয়েট করে দেই তাহলে কি আমি গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব? ২। যদি বুঝা যায় যে সে হারাম কাজে এটি ব্যবহার করতে পারে, তাহলে কি কাজ করে দেয়া যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। যদি কোন নারী বা বেহায়াপনা মূলক ছবি হয় তবে জায়েয হবে না। অন্যথায় অবকাশ রয়েছে।
২। হ্যাঁ, যাবে এবং তার উপার্জনও হালাল হবে। তবে তা না করা যে উত্তম এতে কোন সন্দেহ নেই।

Loading