প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজরের নামায ক্বাযা হয়েছিল। যখন জোহরের নামায একাকী অথবা জামাআতে পড়তে আরম্ভ করেছি তখন নামাযের মাঝে মনে হলে কি করণীয়? একা হলে কি করণীয় আর জামাআতে পড়ার সময় কি করণীয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
উক্ত নামায শেষ করে অতঃপর ক্বাযা নামায আদায় করবে। নামায শুরু করার পর নামাযের মাঝে স্মরণ এলে উক্ত নামায ছাড়বে না। জামাআতে নামায পড়া এবং একাকী উভয় অবস্থায় একই হুকুম।–ফাতহুল কদীর ১/৪৮৮; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬০

Loading