প্রশ্ন : কফি (চায়ের পরিবর্তে) খাওয়া কি জায়েয আছে? কারণ আমি পত্রিকায় পড়েছি যে কফির বিজ বানর জাতীয় একটি প্রাণিকে অথবা হাতিকে খাওয়ানো হয়। অতঃপর তার মলত্যাগের পর ঐ বিজ সংগ্রহ করে কফি তৈরী করা হয়। যদি বাস্তবেই এমনটি করা হয় তবে তা খাওয়া জায়েয হবে কি?

উত্তর :

খুবই উদ্ভট তথ্য। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। পানির সাথে ফুটিয়ে রান্না করা “কফি বীজ” নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। আপনি বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কটি দেখতে পারেন-
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%AB%E0%A6%BF

Loading