প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি একজন কম্পিউটার অপারেটর, হালালভাবে ইনকাম করতে চাই। এর আগেও অনেকগুলো প্রশ্ন করেছিলাম, আলহামদুলিল্লাহ তার উপর আমল করতেছি। এখন কিছু জিনিস নিয়ে সন্দেহের মধ্যে আছি যেমন- ১। আমি সূদভিত্তিক কোন দলিল টাইপ করি না, কিন্তু কাস্টমারে তার পেনড্রাইভে করে সূদ ভিত্তিক ঋণের দলিল নিয়ে আসে শুধু স্ট্যাম্পে প্রিন্ট দেওয়ার জন্য, প্রিন্ট দেয়া জায়েয হবে কি? ২। ব্যাংকের ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে যদি এডমিট কার্ড প্রিন্ট দেই তাহলে কি জায়েয হবে? ৩। অথবা কাস্টমার যদি পেনড্রাইভে করে ব্যাংকের পরীক্ষার এডমিট কার্ড শুধু প্রিন্ট করতে আসে, শুধু প্রিন্ট দেয়া জায়েয হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, জায়েয হবে না।–সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭; সুনানে নাসায়ী, হাদীস নং ৫১২০
২+৩। হ্যাঁ, জায়েয।-রদ্দুল মুহতার ৫/২৭২; নাইলুল আউতার ৫/১৫৪; মুফতী শফী (রহঃ) আহকামুল কুরআন ৩/৭৪