প্রশ্ন : আসসালামু আলাইকুম, কোন মুসলমান যদি আত্মহত্যা করে ১। তার জানাযা পড়ানো, ২। জানাযায় অংশগ্রহণ করা, ৩। তার জন্য মীলাদ দেয়া কিংবা ৪। তার জন্য দুআ-মুনাজাত করা জায়েয আছে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩+৪। হ্যাঁ, সবগুলোই জায়েয। যদিও আত্মহত্যা করা হারাম এবং জঘন্যতম কবীরা গুনাহ। তবে সমাজের দ্বীনদার ও অনুসরনীয় আলেমগণ যদি এ গুনাহের ভয়াবহতা ও জঘন্যতা বুঝাতে জানাযায় অংশগ্রহণ থেকে বিরত থাকে তবে তার অবকাশ রয়েছে।–উমদাতুল কারী ১৩/৭৫ (শামেলা); তাবয়ীনুল হাকায়েক ৩/২৩০; ফাতাওয়া মাহমূদিয়া ৮/৬২৬