প্রশ্ন : যদি কোন ব্যক্তি ইমামের পিছনে নামাযের শেষ বৈঠকে বসে ঘুমিয়ে যায়। যার কারণে “তাশাহ্হুদ” পড়তে পারেনি। কিন্তু ইমামের সালাম ফেরানোর সাথে সাথে তার ঘুম ভেঙ্গে যায়। তাহলে কি সে ইমামের সাথেই সালাম ফেরাবে? না, তাশাহ্হুদ পড়ে সালাম ফেরাবে? তাশাহ্হুদ না পড়ে সালাম ফেরালে নামায হবে কি? হাওয়ালা সহ উত্তর জানতে চাই?

উত্তর :

উক্ত ব্যক্তি তাশাহহুদ পড়ে তারপর সালাম ফিরাবে। কেননা তাহাহহুদ পড়া ওয়াজিব।
সূত্রসমূহঃ
১।لو سلم الإمام أو تكلم قبل فراغ المقتدي من قراءة التشهد يتمه لأنه من الواجبات ثم يسلم لبقاء حرمة الصلاة وأمكن الجمع بالإتيان بهما وإن بقيت الصلوات والدعوات يتركها ويسلم مع الإمام لأن ترك السنة دون ترك الواجب- حاشية الطحطاوي علي مراقي الفلاح ,ص 309
২।كتاب الاثار, ص 56

Loading