প্রশ্ন : আস্সালামু আলাইকুম। হযরত, আমার প্রশ্ন হলো ১। দুগ্ধপোষ্য শিশুর প্রস্রাব কাপড়ে বা শরীরে লাগলে তা নিয়ে কি নামায আদায় করা যায়? ২। কত বছর পর্যন্ত দুগ্ধপোষ্য শিশুর প্রস্রাবে নামা্য হয়? জাযাকাল্লাহ খয়রন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২। না, দুগ্ধপোষ্য শিশুর পেশাব কাপড়ে বা শরীরে লাগলে তা নিয়ে নামায আদায় করলে নামায হবে না। এক্ষেত্রে এক ঘণ্টা, এক দিন অথবা এক বছর বয়সের শিশু সকলেই সমান। অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথেই তার পেশাব নাপাক।–মুসনাদে আহমাদ, হাদীস নং ২৪১৯২; হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা ১৫৪