প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি গত শুক্রবার 22 সেপ্টেম্বর 2018, ১০ মহররম একটি রোযাই রেখেছি। ৯ বা ১১ মহররম রোযা রাখতে পারি নাই! মহররমের ২টি রোযা রাখার নিয়ম। তাহলে আমার এই ১টি রোযা রাখার দরুন: ১। আমার রোযা হয়েছে কি ২। কোন গুনাহ হয়েছে কি? ৩। না করা রোযার কাফফারা আদায় করতে হবে কি? ৪। পরে ক্বাযা আদায় করতে পারব কি? জাযাকুমুল্লাহ খায়রন
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩+৪। হ্যাঁ, আশুরার রোযা তো আদায় হয়ে গিয়েছে। তবে ইয়াহূদীদের সাথে সাদৃশ্যতার কারণে শুধু দশ তারিখে একটি রোযা রাখা মাকরূহ। তবে কেউ একটি রোযাই রেখে ফেললে পরে কোন ক্বাযা কাফফারা নেই।–সহীহ মুসলিম, হাদীস নং ২৭২৩