প্রশ্ন : আসসালামু আলাইকুম, আখেরাতের ধাপ কিভাবে সিরিয়াল হবে? যেমন ১। কেয়ামত, ২। হাশরের ময়দানে একত্রিকরন, ৩। হাউজে কাউসারের পানি পান করা, ৪। মীজান কায়েম, ৫। হিসাব-নিকাশ করা, ৬। পুলছিরাত পার হওয়া, ৭। জান্নাতে প্রবেশ করা, ৮। পূর্নিমার চাদের ন্যায় আল্লাহ তাআলাকে দেখা। কোন স্টেপের পর কোন স্টেপ আসবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, আপনার প্রশ্নের সাথে না আকীদার আর না আমলের কোন সম্পর্ক আছে। এ ধরনের প্রশ্ন সাইটে করা থেকে বিরত থাকতে নিরুৎসাহিত করে থাকি। তাই ভবিষ্যতে ঈমান আমল সংক্রান্ত প্রশ্ন ব্যতীত অন্য কোন প্রশ্ন না করার বিনীত অনুরোধ সকলের প্রতিই রইল।
প্রশ্নে যে সিরিয়ালে বিষয়গুলো উল্লেখ হয়েছে সেভাবেই ঘটতে থাকবে। কুরআন হাদীস থেকে এমনটিই বুঝে আসে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তার ইলমই পরিপূর্ণ ও সঠিক।

Loading