প্রশ্ন : আসসালামু আলাইকুম। পিতা মাতাকে না জানিয়ে বিয়ে করেছিলাম। এখন সেই মেয়ের সাথেই দুই পরিবারের সম্মতিতে নতুন করে বিয়ে হবে। গোপনে বিয়ের খবর এখনো কোন পরিবারই জানেনা। পূর্বের বিয়ের বিষয়টি এখন তাদের জানালে সমস্যা হতে পারে। প্রশ্ন-১. পূর্বের বিয়ের কথা গোপন করে ওই মেয়েকেই বিয়ে করা যাবে? প্রশ্ন-২. নতুন করে বিয়ে করলে তো পরিবারের লোকজন আবার দেনমোহর নির্ধারণ করবে। এক্ষেত্রে কী আমাকে পূর্বের এবং নতুন দোন বিয়ের দেনমোহর পরিশোধ করতে হবে? প্রশ্ন-৩. হারাম উপার্জন থেকে দেনমোহর পরিশোধ করলে তা আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না এমনটি করা যাবে না। এর দ্বারা তো শরীয়তের একটা হুকুম ঠাট্টায় পরিণত হবে। তবে একান্ত এমনটি না করলে আপনাদের জীবনে বড় ধরনের কোন সমস্যা হলে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে নিবেন।- সূরা মুমিনূন, আয়াত ১-৩

২। শুধুমাত্র পূর্বেরটা আদায় করতে হবে।

৩। না, হালাল থেকে আদায় করতে হবে।

Loading