প্রশ্ন : জনাব মুফতী সাহেব, আমরা জানি কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হয়। এবং ইদ্দত পালন অবস্থায় তার যে হুকুম-আহকাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অলংকার ব্যবহার না করা। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল যেগুলো তারা স্বাভাবিক অবস্থায় ব্যবহার করে সে সমস্ত অলংকার উক্ত ইদ্দতের হুকুমের অন্তর্ভূক্ত হবে কিনা?
উত্তর :হ্যাঁ, মহিলাদের ইদ্দত পালনের সময় উক্ত অলংকারগুলো পরিধান করা নাজায়েয।–মুসনাদে আহমাদ, হাদীস নং ২৬৫৮১; তাবয়ীনুল হাকায়েক ৩/২৬৬