প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার এক আঙ্কেল ছোটখাটো একটি চাকুরি করেন। তার মাসিক বেতন দিয়ে সংসার খুব ভালো চলে না। বাধ্য হয়ে আন্টি (আঙ্কেলের ওয়াইফ) একটি বিউটি পার্লারে কাজ শুরু করেছেন। আন্টি জানতে চেয়েছেন বিউটি পার্লারে কাজ করা এবং কাজের বিনিময়ে কেউ বকশিশ দিলে তা গ্রহণ করা জায়েয হবে কিনা?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার বিস্তারিত উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1761
উক্ত লিঙ্কে প্রদেয় উত্তরের পাশাপাশি এটাও জানা থাকা দরকার যে, এতো সহজেই মহিলাদের জন্য বাইরে বের হওয়া উচিত নয়। বিশেষ করে যখন তা হয় পেশা হিসেবে ইনকাম করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ
অর্থঃ তুমি দুনিয়াতে থাক এমনভাবে যে, কেমন যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী।–সহীহুল বুখারী, হাদীস নং ৬৪১৬
খুব ভালো সংসার না চললেই মহিলারা বাইরে বেরিয়ে পড়বে এটা শরয়ী চাহিদার খেলাফ। তাই উক্ত মহিলার উচিত সবর করা এবং আল্লাহ তাআলার রহমতের আশা করা। আর এক্ষেত্রে পুরুষও তো ভিন্ন চাকরি তালাশ করতে পারে বা অন্য কোন ব্যবস্থা গ্রহন করতে পারে যাতে তারা স্বাচ্ছন্দ্যের সাথে চলতে পারে। তবে ঘরে বসেই ঘরোয়া পরিবেশে মহিলাদের জন্য টুকটাক এ জাতীয় কাজ করতে কোন সমস্যা নেই।