প্রশ্ন : আসসালামু আলাইকুম। কোন মেয়ে এমন পরিবারে বড় হল যেই পরিবার দ্বীনদার না। আল্লাহর হেদায়াত পেয়ে মেয়েটি দ্বীনদার হওয়ার পর আল্লাহই তাকে জানার সুযোগ করে দিলেন যে, অন্তরের ১০ টি রোগের চিকিৎসা করানো ফরজে আইন। কিন্তু মেয়েটির এমন কোন মাহরাম নেই যার কাছ থেকে সে আত্মশুদ্ধি করবে। এমতাবস্থায় তার করণীয় কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
মাশাআল্লাহ আপনার দ্বীনী চেতনা প্রশংসনীয়। বর্তমানে তো অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফেল। দুআ করি আল্লাহ তাআলা যেন আপনার অন্তরের সকল রোগ চিকিৎসা করিয়ে আল্লাহ তাআলার খাটি বান্দি হওয়ার তাওফীক দান করেন।
এমতাবস্থায় আপনি আপনার স্বামী, ভাই, পিতা অথবা অন্য কোন মাহরামের মাধ্যমে আপনার অন্তরের রোগের বিষয় কোন আল্লাহওয়ালাকে অবহিত করবেন। আর তার বাতলানো পদ্ধতিতে আমল করে যাবেন। এর সূরত হবে আপনার উক্ত মাহরামেরা কোন আল্লাহওয়ালার সন্ধান এনে দিবেন। আপনি তার নিকট চিঠির মাধ্যমে ইসলাহী সম্পর্কের অনুমতি চাইবেন। উক্ত চিঠিতে বিবাহিত হলে আপনার স্বামীর আর অবিবাহিত হলে আপনার পিতা বা ভাইয়ের দস্তখত নিবেন। আপনার উক্ত আল্লাহওয়ালার নিকট যাওয়ার কোন প্রয়োজন নেই। আপনার মাহরামেরাই উক্ত চিঠি আদান প্রদান করবেন। এরপর তিনি অনুমতি দিলে একের পর এক দিলের হালাত জানাতে থাকবেন।
আমার সাইটের নিম্নোক্ত লিঙ্কে আপনি কিছু আল্লাহওয়ালার নাম ঠিকানা পেয়ে যাবেন-
http://muftihusain.com/%E0%A6%B9%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%A4/