প্রশ্ন : ১। আমার দাদী প্রায় ৯ মাস ঘরে শুয়ে থেকে অসুস্থ অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পরে আমার বাবা এবং চাচারা সবাই একত্রিত হয়ে আমার দাদীর জন্য কাফফারা দিতে চায়। সবাই মোটামুটি জোর করে হলেও রাজি কিন্তু আমার দাদী মারা যাওয়ার আগে আমার এক জেঠা এবং জেঠি মারা যায়। এখন ওদের সম্পদের মালিক তো আমার চাচাতো ভাইয়েরা। তারা কাফফারা দিতে চাচ্ছে না। তাদের জন্য কি কাফাফারা দেওয়া বাধ্যতামুলক? ২। আমার বাবারও জমি আছে। কিন্তু নগদ কিছু টাকা ধার করা আছে মানুষের কাছ থেকে। আমার বাবার জন্য কি আগে পাওনা টাকা পরিশোধ করা জরুরি নাকি কাফফারা দেওয়া?
উত্তর :১। না, তাদের জন্য তা বাধ্যতামূলক নয়। বরং মৃত ব্যক্তি অসিয়ত না করে গেলে কারো জন্যই তা বাধ্যতামূলক নয়। আর আপনার চাচাত ভাইদের এ ব্যাপারে চাপ দেওয়া বা তাদের বাধ্য করা অন্যায়। তবে সন্তানদের তা স্বেচ্ছায় আদায় করা উচিৎ। এতে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন ইংশাআল্লাহ।–রদ্দুল মুহতার ২/৭২
২। উভয়টিতে সমন্বয় করা যেতে পারে। অর্থাৎ ধীরে ধীরে উভয়টি আদায় করে যেতে পারে।