প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, আমাকে দয়া করে ক্ষমা করবেন। যে কারণে রোযা মাকরূহ হয়, সেখানে দ্বিতীয় লাইনটি অস্পষ্ট বা ভুল মনে হচ্ছে। দয়া করে এ ব্যাপারে একটু জানতে পারি কি? সেটা হলো এই যে- ছোলার দানার চেয়ে ছোট কোন বস্তু দাঁতের ফাকে লেগে থাকলে তা বাইরে বের না করে গিলে ফেলা। বাইরে বের করলে তা যত ছোটই হোক কেন রোযা ভেঙ্গে যাবে। জাযাকাল্লাহ্।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এত সহজে কোন ভুলের সম্পৃক্ততা কোন আলেমের দিকে না করে নিজের বুঝ শক্তির দুর্বলতা প্রকাশ করাই ভালো।
প্রকাশিত মাসআলাটি অস্পষ্ট বা ভুল কোনটিই নয়। সেহরি খাওয়ার পর সুবহে সাদিকের পরে যদি ছোলার দানার চেয়ে ছোট কোন বস্তু দাঁতের ফাকে লেগে থাকলে তবে তা বাইরে বের না করে গিলে ফেললে রোযা মাকরূহ হয়। আর বাইরে বের করে তারপর গিলে ফেললে তা যত ছোটই হোক কেন রোযা ভেঙ্গে যাবে।

Loading